কত শত স্বপনের ভীড়
খেয়া তরীর অপেক্ষায়
ওদিকে ঢেউ ফোলে ওঠে
সহস্ৰ সৰ্পিল গর্জনে
যেন কেউটের উদ্যত ফণা
তবুও এগোয় স্বপন
ওপারে দাঁড়ায়ে তার
কবোষ্ণ আবেদন,
বুক চাপড়ে মরে এপারে আশা
বসন্তের খেয়ার অপেক্ষায়!
বেলা পড়ে দিনান্তে
গভীর অন্ধকার করে গ্রাস
উদ্যত হয় রাহুর খেলা
বধ্য নয় হাসনুহানা কিম্বা রক্তগোলাপ
প্রথম পাঁপড়ি ঝরে বন্য ফুলের!!!
তারপর মুখ লুকিয়ে কাঁদে
প্রথম বধ্য আসামি;
নাটকের শেষ অংশে
অখ্যাত কুশিলব
নিজেদের উজাড় করে
ইতি কথার পটভূমিকায়
আজকের সংশপ্তক!!!