মেঘের ভেলায় চড়ে শরৎ সকাল এলো
প্রভাকর হারিয়েছে পথ
অভিমানি মনপাতে আঁকিবুকি জলছবি
নীলাকাশে পেঁজা তুলো রথ।
শাপলা শালুক কাশ দোপাটি ধানের শীষে
খেলে যায় মিঠে হাওয়া পরানে
সবুজ মাঠের পরে লুকোচুরি সোনারোদ
আগমনী সুর বাজে বাতাসের গানে।
মাঠে মাঠে পড়ে বাঁশ প্যান্ডেল হই হই
সাজো সাজো রব চারিদিকে
বারো মাসে একবার শরৎ এসেছে দ্বারে
বর্ষার রং আজ ফিকে।
মুগ্ধ ধরণী আজ স্নিগ্ধ আবেশ মাখা
সত্তর আসবে মা ঘরে
শিউলি কাঠ গোলাপে সেজেছে আবেগী ধরা
সুবাসিত শারদ আতরে।
অতসী ফুলের হাসি অপরাজিতার নীলে
ঝুমকো ফুলের মাথা দোলে
ভ্রমরের গুনগুন মৌমাছি প্রজাপতি
নেচে যায় ফুলেদের কোলে।
মানব হৃদয় কোনে বেনু বাজে আনমনে
ঢাকের বাদ্দী বাজে ওই
সুনীল গগন মাঝে কার যেন মুখ ভাসে
বরণের ডালাখানি কই!
ওলো তোরা শাঁখ বাজা উলু দে বরণ কর
শরৎকন্যা এলো ঘরে
বাঙালি হৃদয় যেন মেনকা মায়ের মন
উন্মুখ সন্তান তরে।
পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের শুরু
শারদোৎসবে মাতে বাঙালি
পাট ভাঙা কাপড়ে খাওয়া দাওয়া ঘোরা ফেরা
মহাঅষ্টমীর অঞ্জলি।
নবমীর নিশি থেকে বাজবে রোদন ঘড়ি
দশমীতে চলে যাবে মা যে
পড়ে রবে হাসি যত আয়োজন কত শত
বিসর্জনের বাঁশি বাজে। ।
আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের উৎসাহিত করতে নিচের বোতামে ক্লিক করুন।
📲 WhatsApp এ বার্তা পাঠান