পাগলী তোর জন্য

স্বপন ভৌমিক

বসন্তপুর

পাগলী তোর জন্য স্বপ্ন কখন
দূর আকাশে নীল,
হাল্কা হাওয়ার মনের মাঝে
হাজার রকম মিল।
রঙ তুলিতে ঝিনিক ঝিনিক
আকাশ গাঙের ভেলা,
চাঁদের দেশে যাচ্ছে ভেসে
বাতাস দেয় দোলা ।
আভার টান উজান স্রোতে
এগিয়ে চলায় পালা
বৃষ্টি হয়ে ঝরার তরে
আমার মেঘলা বেলা।
আজকে আমার ইরাক সফর
সারা হয়ে গেলে।
তোকে নিয়ে যাব এবার
জঙ্গল মহলে।
হায়না সেথা হিংস্র হয়ে
শাসন করে বিশ্ব
তোর চোখেতে আজকে হঠাৎ
দেখছি করুণ দৃশ্য!
তোর চোখেতে চোখে রেখেছি
আজকে ভীষণ পণ
দুজনে মিলে আনব চল
মনুষত্বের ঋণ।
পাগলী তোর জন্য আজকে তাই
ডাইনে বামে ছুটি
প্রার্থনাটা এখনও তো
নিছক বস্ত্র রুটি।

Facebook
WhatsApp
Email
Scroll to Top