জীবন তরী

দেবাশীষ সামন্ত

নৌকা এখন মাঝ দরিয়ায়
ঝড়-তুফান আর কুাটিকায়,
আমরা সবাই ছোট্ট সে নায়।
আমরা সবাই ছেলে-বুড়ো,
শঙ্কা ত্রাসে জড়োসড়ো।
বলছে সবাই সামাল, সামাল,
সামলে মাঝি সামলে ও হাল।
মাঝি কোথায়: মাঝি তো নেই!
হাল ধরেছে ছোট্ট ভোলা-ই।
মাঝির ব্যাটা অ্যাই ভোলা,
সামলে ও ভাই—সামলে চালা।
কূল-কিনারার নেই হদিস !
কুলের হদিস দিতে পারিস?
ডাইনে যে তোর উথাল পাথাল,
ওদিক পানে বিষম বে-চাল।
সমুখ পানেও নয় নিরাপদ—
অক্টোপাশ আর হিংস্র শ্বাপদ।
বাঁয়ে দেখা যায় রক্ত আভা,
প্রভাত রবির ক্ষীণ প্রভা।
ওদিক পানেই চলতে হবে—
ভীড়তে হবে জীবন তটে।
ওই বনানীর প্রান্ত রেখা,
জীবন মানে বাঁচতে শেখা।
শেখার মানেই নতুন করে,
ও ভোলা তুই চলরে ওরে।
সফল মোরা ঝঞ্ঝা নায়—
নতুন প্রভাত, সূর্যোদয় ।

Facebook
WhatsApp
Email
Scroll to Top