ডিজিটাল দাম্পত্য

প্রসেনজিৎ দাস

ডিজিটাল দাম্পত্য

আজকের স্বামী–স্ত্রীর সংসার যেন সোশ্যাল মিডিয়ার এক প্রদর্শনী ঘর।
তাদের কথোপকথন নেই, নেই একসাথে বসে সময় কাটানোর অভ্যাস।
যা আছে তা হলো- রিলস পাঠানো আর রিলস শেয়ার করা।

স্ত্রী সকালবেলা উঠে প্রথমেই স্বামীকে পাঠায়-
স্বামীর দায়িত্ব” নিয়ে কোনো অনুপ্রেরণামূলক ভিডিও।
অন্যদিকে স্বামী ব্যস্ত হয়ে খুঁজে আনে-
স্ত্রীর কর্তব্য” শেখানো কোনো প্রবাদ-ভিডিও।
একজন আরেকজনকে পাঠাতে থাকে,
কিন্তু সত্যি বলতে- কেউ কারোরটাই দেখে না।
দুইজনের চোখ থাকে মোবাইলের পর্দায়,
কিন্তু একে অপরের চোখে নয়।

আর মাঝখানে আছে তাদের ছোট্ট সন্তান।
সে শিখছে-
“মোবাইলই জীবন, মোবাইলই আনন্দ, মোবাইলই সঙ্গী।”
খাওয়ার সময় মোবাইল না দিলে কান্না,
ঘুমানোর আগে মোবাইল না দিলে রাগ,
এমনকি বাথরুম পর্যন্ত মোবাইল হাতে নিয়ে যায়।
শিশুটি বুঝে ফেলেছে-
মা–বাবা যেভাবে স্ক্রিনে বাঁচে,
তাকেও সেভাবেই বাঁচতে হবে।

ফলে সংসারটা যেন চার দেওয়ালের ভেতর নয়,
বরং একেকটা স্ক্রিনে ভাগ হয়ে গেছে।
একদিকে স্বামী–স্ত্রীর অন্তহীন রিলস যুদ্ধ,
অন্যদিকে শিশুর ছোট্ট মন ভরে যাচ্ছে
রঙিন কিন্তু শূন্য ভিডিওতে।

একদিন যখন সেই শিশু বড় হবে,
তখন সে হয়তো সত্যিকারের সম্পর্ককে চিনবেই না।
সে হয়তো ভাববে-
স্বামী–স্ত্রীর ভালোবাসা মানে শুধু রিলসে শেখানো সংলাপ,
মা–বাবার সময় মানে শুধু ফোনে ব্যস্ত থাকা।

এভাবেই নিঃশব্দে নষ্ট হচ্ছে পারিবারিক বন্ধন।
ভালোবাসা, যত্ন, বোঝাপড়া –
সবকিছু রিলসের শব্দে ডুবে যাচ্ছে।

আজকের বাস্তবতা –
স্বামী–স্ত্রীর সংসার আর সম্পর্ক দিয়ে চলে না,
চলে কেবল রিলস আর মোবাইলের আলো দিয়ে।

আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের উৎসাহিত করতে নিচের বোতামে ক্লিক করুন।

📲 WhatsApp এ বার্তা পাঠান
Facebook
WhatsApp
Email
Scroll to Top