আলোর উৎসবে জাগ্রত শক্তির প্রতিধ্বনি

Prasenjit Das

Gobindanagar

শরতের আকাশে যখন সাদা মেঘের পালক ভেসে বেড়ায়, বাতাসে ধূপের গন্ধে মিশে যায় কাশফুলের মৃদু দোল , তখনই শুরু হয় এক আলোকময় পালা, যার নাম দেবীপক্ষ।

এ শুধু একটি সময় নয়, এ এক আত্মা জাগানোর অধ্যায়, মনের অন্তস্থল থেকে শক্তির আহ্বান।দেবীপক্ষ মানে শুধুই এক মহাষ্টমীর অঞ্জলি নয়, বা সন্ধিপূজার দীপ্তিময় আরতির আলোয় চোখ রাখা নয় । দেবীপক্ষ হলো, আত্মার ভিতরকার দেবীকে জাগিয়ে তোলা, অসুরতা, বিভ্রান্তি আর অন্ধকারের বিরুদ্ধে নিজের ভিতরেই দীপ্ত এক মশাল জ্বালানো।

আমরা যখন বলি “যাত্রা শুরু হল দেবীর আগমনবার্তা দিয়ে”,তখন আসলে আমরা নিজের মাঝেই এক নতুন শক্তিকে আহ্বান করি । মা দুর্গা কেবল শঙ্খ, ঢাক আর শোভাযাত্রার প্রতিমা নন , তিনি সেই চেতনা,যে চেতনা নারী হয়ে আসে, মা হয়ে আশ্রয় দেয়, যোদ্ধা হয়ে লড়ে,বিনাশিনী হয়ে অন্ধকার সরিয়ে আলোর পথ দেখায়। দেবীপক্ষ আমাদের শেখায় – ভয় নয়, প্রতিবাদ; সহ্য নয়, উত্তরণ; অপমান নয়, অস্তিত্বের অভিমান।এ সময়ে প্রকৃতি যেমন বদলায়,আমরাও বদলাই , হৃদয়ের অন্তর্গত যন্ত্রণাকে শক্তিতে রূপান্তরিত করার এটি এক মহামুহূর্ত।

যে দেবী দশভুজা হয়ে দাঁড়ান,তাঁর প্রতিটি হাতে একেকটি প্রতীক , কখনো অস্ত্র, কখনো আশীর্বাদ, কখনো স্নেহ, কখনো শক্তি।সে প্রতিটি প্রতীক আসলে নারীর রূপেই জীবন্ত । মা, বোন, কন্যা, সহধর্মিণী, বন্ধু সকলের মাঝে দুর্গা জেগে থাকেন।তাঁকে শুধু মূর্তিতে নয়, মনের মাঝে জাগিয়ে তোলার সময়ই হলো এই দেবীপক্ষ। দেবীপক্ষ মানে শুধু উৎসব নয়, উন্নতির অঙ্গীকার। এ সময় আমাদের সকল ক্লান্তি, ভয়, দুর্বলতাকে বিসর্জন দিয়ে একটি নতুন আশার, নতুন জয়ের পথে পা রাখার সময়।

জয় মা দুর্গা। আসছে মা , আলো নিয়ে, আশীর্বাদ নিয়ে, আত্মশক্তির আহ্বান নিয়ে।

আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের উৎসাহিত করতে নিচের বোতামে ক্লিক করুন।

📲 WhatsApp এ বার্তা পাঠান
Facebook
WhatsApp
Email
Scroll to Top