অমানিশার কালো মেঘ চিরে
কখনো কখনো বসন্ত আসে
দুদিনের তরে
আবার হারিয়ে যায়
অতলান্তিক সাগরে,
চেতনার পরিবর্তন ঘটে
দানবিক রূপে
কালে কালে দিনে দিনে।
সুন্দরের রূপ আজও কদর্য
অকাল আজ শুভচেতনা
যেটুকু জেগে আছে
তাও আবার অন্ধকারে।
অন্ধকারভেদী বাণ মেরে
তিমির দানব পরাস্ত করে
সকালে আলো দেখব বলে
বসে আছি
আগামী বসন্তের আশায়
জানি বসন্তের মধুর নবরূপ
ধরা দেবে একদিন ।